মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

আজীবন ক্ষমতায় থাকতে চান ট্রাম্পও

আজীবন ক্ষমতায় থাকতে চান ট্রাম্পও

এর আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আজীবনের জন্য দেশটির প্রেসিডেন্ট হিসেবে আইন পাস করেছেন। সেই পথে এগিয়ে যাচ্ছেন বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাহলে কেন বাদ থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি তিনি তার অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করে আজীবন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকার বাসনা প্রকাশ করেছেন। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন এই ভিডিও কখনো পুরনো হবে না। ট্রাম্প এর আগেও দুবার একই ভিডিও প্রকাশ করেছিলেন। রবিবার ট্রাম্প প্রথম ভিডিও প্রকাশ করার পর নিজের পুরনো আরেকটি টুইটার বার্তা পুনঃপ্রকাশ করেন। ওই বার্তায় তিনি একজন বিশ্লেষকের বক্তব্য তুলে ধরেছিলেন, যেখানে ওই বিশ্লেষক বলেছিলেন- অন্য সব প্রেসিডেন্টের চেয়ে এই প্রেসিডেন্ট বেশি কাজ করেছেন।’ এরপর প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন ‘তিনি সম্পূর্ণ সত্য বলেছেন।’ তবে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে পরিচালিত এক জরিপে দেখা গেছে, দেশটির ৬০ শতাংশ মানুষ  প্রেসিডেন্ট ট্রাম্পের কাজে অসন্তুষ্ট হয়ে আছেন। পার্সটুডে।

সর্বশেষ খবর