মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

ইরানে ভয়াবহ সাইবার হামলা

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এখনো উত্তেজনা বিরাজ করছে। যে কোনো মুহূর্তে বড় কিছু অঘটন ঘটে যাওয়ার সম্ভাবনা দুই দেশের মধ্যে। এই উত্তেজনার মধ্যেই তেহরানের সাইবার পরিকাঠামোতে ভয়াবহ সাইবার হামলার ঘটনা ঘটেছে। যদিও সেই ভয়াবহ সাইবার হামলা রুখে দেওয়া সম্ভব হয়েছে বলে জানিয়েছেন ইরানের তথ্যপ্রযুক্তি বিষয়ক উপমন্ত্রী হামিদ ফাত্তাহি। রবিবার লাখ লাখ উৎস থেকে ইরানের লাখ লাখ সাইবার  কেন্দ্রকে টার্গেট করে এই হামলা চালানো হয়। এই হামলা সফল হলে ইরানের ইন্টারনেট নেটওয়ার্কে ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারত। কিন্তু সাফল্যের সঙ্গে সে হামলা প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছেন ফাত্তাহি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর