বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
ইরানের হামলা

মস্তিষ্কে আঘাত পাওয়া মার্কিন সেনার সংখ্যা বাড়ছেই

গত মাসে ইরাকের সামরিক ঘাঁটিতে ইরানের হামলায় মস্তিষ্কে আঘাত পাওয়া মার্কিন সেনার সংখ্যা বাড়ছেই। কিছু দিন মার্কিন কর্তকর্তারা বলেছিলেন, ৬৪ জন সেনা আঘাত পেয়েছে। কিন্তু গত পরশু যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগন স্বীকার করেছে ওই হামলায় ১০৯ জন মার্কিন সেনা মস্তিষ্কে আঘাত পেয়েছে। তবে ওই হামলার পরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন এতে কোনো মার্কিন সেনা হতাহত হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে গত ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদে বিমান হামলা চালিয়ে ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের (আইআরজিসি) কুদস বাহিনীর কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করা হয়। এ হামলার ‘মারাত্মক প্রতিশোধ’ হিসেবে ৮ জানুয়ারি সকালে ইরাকের মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। সেই সময় ইরানের পক্ষ থেকে মার্কিন সেনা হতাহতের কথা বলা হলেও প্রেসিডেন্ট ট্রাম্প সেই দাবি প্রত্যাখ্যান করেছিলেন। সোমবার পেন্টাগনের বিবৃতিতে জানানো হয়েছে, আহত হওয়া প্রায় ৭০ শতাংশ কর্মীকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তবে পেন্টাগনের কাছ থেকে আরও জবাব চেয়েছেন মার্কিন আইনপ্রণেতা জনি আর্নেস্ট।

সর্বশেষ খবর