বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

আম আদমির জয়ের কারণ বিভেদের রাজনীতি প্রত্যাখ্যান

-মমতা ব্যানার্জি

কলকাতা প্রতিনিধি

দিল্লির বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি (আপ)-এর অভাবনীয় সাফল্যে দলের প্রধান অরবিন্দ  কেজরিওয়ালকে অভিনন্দন জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, এই জয় গণতন্ত্রের জয়। এই জয়ের মানে মানুষ সংকীর্ণ রাজনীতি প্রত্যাখ্যান করেছে। যারা বিভেদের রাজনীতি করছে তাদের বিরুদ্ধে মানুষের এই রায়।

বাঁকুড়া সফরে রওনা হওয়ার আগে মঙ্গলবার হাওড়ার ডুমুরজলায় গণমাধ্যমের মুখোমুখি মমতা জানান, ‘আমি অরবিন্দ কেজরিওয়ালকে ইতিমধ্যেই অভিনন্দন জানিয়েছি। তার সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক রয়েছে। এমনকি আমি দিল্লিতে গেলেও আমার সঙ্গে দেখা হয়। তিনি আসেন আমার বাড়িতে। আমরা খুব খুশি যে এত ধর্মান্ধতা, এত সংকীর্ণ রাজনীতি সত্ত্বেও মানুষের জয় হয়েছে। দিল্লিবাসীকে অভিনন্দন। মমতা বলেন, ‘মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। মানুষ বিজেপির কার্যকলাপ পছন্দ করে না। মানুষ উন্নয়ন চায়। গুজব ছড়ানোর থেকে মানুষকে খাদ্য  দেওয়া প্রয়োজন। মানুষ খাদ্য চায়। মানুষ সিএএ সমর্থন করে না। এই জিনিস এখানে চলতে পারে না। উন্নয়নই হবে একমাত্র মাপকাঠি।’

সর্বশেষ খবর