শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

সিএএ বিরোধী প্রস্তাব পাস কেন্দ্রশাসিত পুদুচেরিতে

কেন্দ্রশাসিত অঞ্চলে সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে প্রস্তাব পাস করে নজির গড়ল পুদুচেরি। বুধবার পুদুচেরি বিধানসভায় এই প্রস্তাব পাস হওয়ার পর চাপ আরও কেন্দ্রের ওপর। এরই মধ্যে ভারতের ৫টি রাজ্যে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রস্তাব পাস করা হয়েছে। তাতেই প্রবল চাপে পড়েছে মোদি সরকার। এবার এর মধ্যেই কেন্দ্রশাসিত অঞ্চলে সিএএ বিরোধী প্রস্তাব পাস কেন্দ্রের ওপর বাড়তি চাপ তৈরি করেছে বলে দাবি রাজনৈতিক মহলের। কেরালা, রাজস্থান, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ ও মধ্যপ্রদেশ রাজ্য ইতিমধ্যে সিএএ বিরোধী প্রস্তাব পাস করেছে। সিএএ আইনের প্রতিবাদে শুরু থেকেই উত্তাল দেশ। বিরোধী দল তো বটেই এই আইনের বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের সর্বস্তরের জনতা। দিল্লির শাহিনবাগে দীর্ঘদিন ধরে চলছে অবস্থান বিক্ষোভ। এই আইনের পায়ে দড়ি পরানোর প্রথম কাজটা শুরু করেছিল বাম শাসিত রাজ্য কেরালা। এরপর ধাপে ধাপে সেই পথে হাঁটে রাজস্থান, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ। ষষ্ঠ রাজ্য হিসেবে তালিকায় নবতম সংযোজন এবার পুদুচেরির। মুখ্যমন্ত্রী ভি নারায়ণাস্বামী জানান, পুদুচেরি বিধানসভায় কেন্দ্রের নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের প্রস্তাব পাস হলো।

সর্বশেষ খবর