শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
অ ন্য খ ব র

দীর্ঘায়ুর রহস্য ফাঁস

দীর্ঘায়ুর রহস্য ফাঁস

১১২ বছর বয়সী জাপানের নাগরিক চিত্তসু ওয়াটানাবে। বিশ্বের প্রবীণতম ব্যক্তি হিসেবে স্বীকৃতি পেয়েছেন। কিন্তু কীভাবে এত বছর বেঁচে থাকা সম্ভব। আর তিনি সেই রহস্যই এবার ফাঁস করে দিয়েছেন। এই দীর্ঘজীবনের নেপথ্যের কারণ হিসেবে ‘হাসি’ কিংবা সবসময় হাসিখুশিতে থাকার বিষয়টি উল্লেখ করেছেন তিনি। ১৯০৭ সালের ৫ মার্চ নাইটাটা প্রদেশের জোয়েতসুর নার্সিংহোমে তিনি জন্ম নেন। সম্প্রতি তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড সংস্থার কর্মকর্তার হাত থেকে সার্টিফিকেট নেন। তিনি এখনো সুস্বাস্থ্যের অধিকারী বলে জানা গেছে। ওয়াটানাবের মেয়ের নাম তেরুকো তাকাহাশি। তিনি ৭৮ বছর বয়সী। ওয়াটানাবে পাঁচ সন্তানের বাবা। ১২ জন নাতি-নাতনি  রয়েছে বলে পরিবারের সূত্রে জানা  গেছে। জাপান টাইমস

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর