সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

বাগদাদে মার্কিন ঘাঁটিতে হামলা

নতুন করে উত্তেজনা বাড়ছে আমেরিকা এবং ইরানের মধ্যে। ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন জোটের সামরিক ঘাঁটিতে নতুন করে হামলার ঘটনা ঘটেছে। গতকাল ভোরে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা বাগদাদ। যদিও এই বিস্ফোরণের কারণ ঠিক বোঝা যাচ্ছে না। তবে ইরানের ছোড়া রকেট হামলার পরই এই বিস্ফোরণ হতে পারে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে বিস্ফোরণ হওয়া ওই সামরিক ঘাঁটিতে পৌঁছেছেন মার্কিন সেনা কর্মকর্তারা। তবে এই হামলায় এখন পর্যন্ত কেউ হতাহত বা কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তারা তাৎক্ষণিকভাবে তা বলতে পারেননি বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। বাগদাদের গ্রিন জোনের ভিতরে এই ঘাঁটির পাশেই মার্কিন দূতাবাস। প্রায়ই এই দূতাবাসের কাছে রকেট হামলা হয়। কোনো পক্ষ এসব হামলার দায় স্বীকার না করলেও আমেরিকা ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়া বাহিনীগুলোকে এর জন্য দায়ী করে আসছে। এর আগে এ ধরনের এক হামলায় শতাধিক মার্কিন সেনা মস্কিকে আঘাত পায়।

সর্বশেষ খবর