বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

জুকারবার্গের অপসারণ দাবি করলেন সরোস

জুকারবার্গের অপসারণ দাবি করলেন সরোস

জর্জ সরোস

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বছরে ফেসবুকের রাজনৈতিক বিজ্ঞাপন নীতিমালা বিষয়ে ফেসবুক প্রধান মার্ক জুকারবার্গ এবং প্রধান পরিচালন কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গকে অপসারণের দাবি জানিয়েছেন মার্কিন ধনকুবের ও বিনিয়োগকারী জর্জ সরোস। ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক চিঠিতে সরোস বলেন, ‘তাদের উভয়েরই প্রতিষ্ঠান ছাড়ার এটাই সময়।’ সরোস বলেছেন, নভেম্বরের নির্বাচন পর্যন্ত রাজনৈতিক বিজ্ঞাপন দেওয়া বন্ধ করতে নীতিমালার জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই প্রতিষ্ঠানের। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফেসবুকের পারস্পরিক সহযোগিতারও ইঙ্গিত দিয়ে বলেছেন এই সম্পর্ক ট্রাম্পকে পুনরায় নির্বাচিত হতে সহায়তা করতে পারে। বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি  ফেসবুক। ইতিমধ্যে পুরোপুরিভাবে রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ করেছে মাইক্রোব্লগিং সাইট টুইটার। অন্যদিকে  ফেসবুক বলছে, সামাজিক মাধ্যম এবং ইনস্টাগ্রামে কিছু রাজনৈতিক বিজ্ঞাপন দেখানো হবে এবং এগুলো নিষিদ্ধ করা হবে না। ফেসবুকের বিরুদ্ধে সরোসের এমন দাবি এবারই প্রথম নয়।

সর্বশেষ খবর