বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

দিল্লিতে সহিংসতায় মৃত বেড়ে ১৩

দিল্লি প্রতিনিধি

দিল্লিতে সহিংসতায় মৃত বেড়ে ১৩

সংশোধিত নাগরিকত্ব বিল (সিএএ)-এর বিরোধী ও সমর্থকদের মধ্যে বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লিতে সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩। সোমবার দিল্লি পুলিশের হেড কনস্টেবল রতন লালসহ চারজনের মৃত্যু হয়। আহত কমপক্ষে ৮০ জনের মতো। অশান্তি থামাতে গিয়ে আহত হয়েছেন দিল্লি পুলিশের একাধিক কর্মকর্তা। সোমবারের পর গতকালও সকাল থেকেই মৌজপুর, ব্রাহামপুরী এলাকায় বিক্ষিপ্ত সহিংসতার ঘটনা ঘটে। গতকাল বাইকে অগ্নিসংযোগ দোকানে ভাঙচুর চালানোর অভিযোগ এসেছে। আর এমন এক পরিস্থিতিতে চব্বিশ ঘণ্টার মধ্যেই গতকাল সকালে ফের দিল্লিতে পুলিশ কর্মকর্তা ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন সকালে রাষ্ট্রপতি ভবনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাগত অনুষ্ঠানে অমিত শাহের থাকার কথা থাকলেও সেই অনুষ্ঠান বাতিল করে দফায় দফায় বৈঠক করেন কেন্দ্রীয় মন্ত্রিসভার নাম্বার-টু। দুপুর ১২টা নাগাদ নর্থব্লকে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজাল, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে কথা বলেন তিনি। বৈঠক শেষে কেজরিওয়াল জানান, ‘স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমাদের আশ্বাস দিয়েছেন যে দিল্লি পুলিশ দিয়ে নিরাপত্তা দেওয়া হবে এমনকি প্রয়োজন পড়লে সেনা মোতায়েন করা হবে।’

সর্বশেষ খবর