শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

ওমরাহ ভিসা স্থগিত করল সৌদি

করোনাভাইরাস আতঙ্ক

ওমরাহ ভিসা স্থগিত করল সৌদি

প্রতিদিন হাজারও মুসল্লি ওমরাহ করতে সৌদি যায়

করোনাভাইরাস ছড়িয়ে পড়া প্রতিরোধ করতে সতর্কতা হিসেবে বিদেশিদের জন্য ওমরাহ করার সুবিধা স্থগিত করেছে সৌদি আরব। এছাড়া পর্যটন বা ট্যুরিস্ট ভিসা থাকা সত্ত্বেও করোনাভাইরাস ধরা পড়েছে এমন এলাকা থেকে আসা বিভিন্ন দেশের নাগরিকদের সৌদি আরবে প্রবেশ না করতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। তবে এক্ষেত্রে নির্দিষ্ট করে দেশগুলোর নাম উল্লেখ করা হয়নি। মক্কায় ওমরাহ বন্ধ করার পাশাপাশি পবিত্র নগরী মদিনায়ও প্রবেশ বন্ধ করা হয়েছে। বিবিসি জানিয়েছে, চীনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

প্রতিদিন উল্লেখযোগ্যসংখ্যক মুসলমান ওমরাহ পালন করতে সৌদিতে যান। পর্যটক টানতে গত বছরের অক্টোবরে ৪৯ দেশের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করে সৌদি আরব। আপাতত ওমরাহ ও ট্যুরিস্ট ভিসা স্থগিত থাকবে। এক বিবৃতিতে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ স্থগিতাদেশ সাময়িক। তবে কবে নাগাদ এ স্থগিতাদেশ তুলে নেওয়া হবে, তা নির্ধারণ করা হয়নি। জুলাইয়ের শেষের দিকে পবিত্র হজের সময়সূচি রয়েছে। এতে এ সিদ্ধান্তের প্রভাব পড়বে কি না, তা এখনো স্পষ্ট নয়। এখন পর্যন্ত সৌদি আরবে করোনাভাইরাসে কেউ আক্রান্ত হননি। তবে মধ্যপ্রাচ্যের কোনো কোনো দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। সতর্কতা হিসেবে সৌদি এ পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে। সৌদির পর্যটন মন্ত্রণালয়ের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা জানিয়েছেন, ২০৩০ সালের মধ্যে প্রতি বছর ১০ কোটি পর্যটক আকৃষ্ট করার লক্ষ্য ঠিক করেছে সৌদি আরব। চলতি সপ্তাহে চার লাখ ট্যুরিস্ট ভিসা দেওয়া হয়। মধ্যপ্রাচ্যের ওমান, সংযুক্ত আরব আমিরাত, কুয়েতসহ বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। আর পার্শ্ববর্তী ইরানের উপস্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিরছিসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অন্তত ৯৫ জন। মারা গেছেন ১৫ জন।

সর্বশেষ খবর