শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

দেখা হলো দুই ‘অগ্নিকন্যা’র

দেখা হলো দুই ‘অগ্নিকন্যা’র

মেয়ে হিসেবে জন্ম নিয়েছে। তার ওপর আবার প্রতিবাদী। তাই এটা অন্যায়। সুতরাং তাকে মেরে ফেলতে হবে। তাকে গুলিও করা হয়। কিন্তু ভাগ্যের জোড়ে তিনি বেঁচে গেছেন। এখন তিনি নারীদের অধিকার আদায়ের প্রতীক। তিনি ‘অগ্নিকন্যা’ মালালা ইউসুফজাই।

বর্তমান আরেকজন অগ্নিকন্যা যিনি পরিবেশ নিয়ে গোটা বিশ্বকে নারিয়ে দিয়েছেন। তিনি গ্রেটা থানবার্গ। এই দুই অগ্নিকন্যার দেখা হলো। সম্প্রতি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে। বর্তমানে অক্সফোর্ডে পাঠরত মালালা। সম্প্রতি তিনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তার ও গ্রেটার ছবি পোস্ট করেন। সঙ্গে লেখেন, ‘ধন্যবাদ গ্রেটা থানবার্গ।’ মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই ছবি। উল্লেখ্য, স্কুল থেকে পালিয়ে পরিবেশ দূষণ নিয়ে প্রচার করে সবার নজর কেড়ে নিয়েছিলেন গ্রেটা। দিন কয়েক আগে ব্রিস্টলে একটি স্কুলে ভর্তি হতে ব্রিটেনে এসেছেন তিনি। ২০১৪ সালে কনিষ্ঠতম হিসেবে নোবেল শান্তি পুরস্কার পান মালালা। অন্যদিকে, ২০১৯ ও ২০২০ সালে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হন থানবার্গ। সম্প্রতি দুজন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের লেডি মার্গারেট হলে দেখা করেন। সেখানে দুজন পরিবেশ দূষণ নিয়ে আলোচনা করেন।

সর্বশেষ খবর