শনিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

চুক্তি ছাড়াই সম্পর্ক ছিন্ন করার হুমকি ব্রিটেনের

ব্রেক্সিট-পরবর্তী পরিস্থিতি

আগামী বছর থেকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সম্পর্কের রূপরেখা প্রকাশ করেছে ব্রিটেন। এই রূপরেখায় ব্রিটিশ সরকার কড়া অবস্থান নিয়েছে। কানাডা-ইইউ চুক্তির আদলে বোঝাপড়া না হলে চুক্তিহীন ব্রেক্সিটের হুমকি দিচ্ছে লন্ডন। চলতি সপ্তাহে প্রথমে ইইউ, তারপর ব্রিটেন দুই পক্ষের ভবিষ্যৎ সম্পর্কের রূপরেখা তুলে ধরেছে। ব্রেক্সিট প্রক্রিয়ার অন্তর্র্বর্তীকালীন পর্যায় শেষ হওয়ার পর ২০২১ সাল থেকে ব্রিটেন ও ইইউর মধ্যে বাণিজ্যসহ বিভিন্ন বিষয় নিয়ে সম্পর্ক কী হবে, আগামী সপ্তাহ  থেকে সে বিষয়ে দ্বিপক্ষীয় আলোচনা শুরু হবে। বৃহস্পতিবার লন্ডনে ব্রিটেন সরকার আলোচনার যে ম্যান্ডেট প্রকাশ করেছে, তার ফলে সংঘাতের আশঙ্কা আরও জোরালো হলো। ব্রেক্সিট পুরোপুরি কার্যকর হওয়ার পরও ব্রিটেন ইইউর বিধিনিয়ম মেনে চললে সেই রাষ্ট্রজোটের অভ্যন্তরীণ বাজারে অবাধ প্রবেশের প্রস্তাব দিয়েছে ইইউ। ব্রিটেন শুরুতেই সেই প্রস্তাব পুরোপুরি নাকচ করে দিয়েছে। অর্থাৎ, এমন শর্ত নিয়ে আলোচনা করতেই নারাজ বরিস জনসনের সরকার। ব্রেক্সিটের পর প্রধানমন্ত্রী জনসন ব্রিটেনের ‘সার্বভৌমত্ব’ পুরোপুরি প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। -ডয়েচে ভেলে

সর্বশেষ খবর