শনিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

ইউরোপমুখী শরণার্থীদের আটকাবে না তুরস্ক

দ্বার খুলে দিয়েছে তুরস্ক, শত শত শরণার্থী দেশটির উত্তর-পশ্চিম সীমান্তের দিকে রওনা হয়েছেন। বুলগেরিয়া ও গ্রিস হয়ে তারা ইউরোপের উন্নত দেশে পৌঁছানোর চেষ্টা করবেন। তবে কি আবারও শরণার্থী সংকটে পড়তে যাচ্ছে ইউরোপ? তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এর আগেও কয়েকবার ইউরোপকে শরণার্থী ছেড়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন। তুরস্কের সেনাঘাঁটিতে  হামলার পর শুক্রবার এরদোগানের দলের মুখপাত্র ওমর কেলিক বলেন, তুরস্কের পক্ষে শরণার্থীদের ‘আর ধরে রাখা সম্ভব না’। বৃহস্পতিবার মধ্যরাতেই প্রায় ৩০০ শরণার্থী তুরস্কের উত্তর-পশ্চিম সীমান্তের দিকে রওনা হয়েছে।

সর্বশেষ খবর