শনিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

তেলআবিবে ফের ইসরায়েলের দূতাবাস নিতে চান স্যান্ডার্স

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘প্রতিক্রিয়াশীল বর্ণবাদী’ হিসেবে আখ্যা দিয়েছেন মার্কিন  প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের শীর্ষ প্রার্থী বার্নি সান্ডার্স। সাউথ ক্যারোলাইনার প্রাইমারি নির্বাচনকে সামনে রেখে হওয়া প্রার্থীদের বিতর্কে তিনি এ কথা বলেন। শুধু তা-ই নয়। তিনি ইসরাইলস্থ মার্কিন দূতাবাস জেরুজালেম থেকে ফের তেলআবিবে স্থানান্তর করবেন বলেও আশ্বাস দিয়েছেন। নিজে ইহুদি হলেও, ইসরায়েল বিষয়ে স্যান্ডার্সের ভিন্ন অবস্থানের বিষয়টি আরও একবার ফুটে উঠল। এ খবর দিয়েছে ইনডিপেন্ডেন্ট। খবরে বলা হয়, বিতর্কে স্যান্ডার্সকে ইসরায়েলের বিষয়ে তার অবস্থানের ব্যাপারে জিজ্ঞেস করা হলে, তিনি বলেন, ‘ইহুদি হিসেবে আমি খুবই গর্বিত। আমি বেশ কয়েক মাস ইসরায়েলে বসবাসও করেছি। কিন্তু আমি যেটি বিশ্বাস করি এখন তা হলো, দুঃখজনক হলেও ইসরায়েলে বিবি নেতানিয়াহু নামে এক প্রতিক্রিয়াশীল বর্ণবাদী রয়েছে, যে দেশটি চালাচ্ছেন।’

সর্বশেষ খবর