শিরোনাম
রবিবার, ১ মার্চ, ২০২০ ০০:০০ টা

করোনাভাইরাস ডেমোক্র্যাটদের নতুন ধাপ্পাবাজি : ট্রাম্প

করোনাভাইরাস ডেমোক্র্যাটদের নতুন ধাপ্পাবাজি : ট্রাম্প

করোনাভাইরাস মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ব্যর্থতার অভিযোগ তোলায় বিরোধী দলের কড়া সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজ প্রশাসনের ব্যর্থতা নয়, বরং ডেমোক্র্যাট সরকারের অভিবাসননীতির কারণেই এ ভাইরাস যুক্তরাষ্ট্রে ঢুকতে পারে বলে দাবি করেছেন তিনি। পাশাপাশি, করোনাভাইরাস নিয়ে দেশটিতে চলমান সমালোচনাকে ডেমোক্র্যাটদের ‘নতুন ধাপ্পাবাজি’ বলেও মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। শুক্রবার দক্ষিণ ক্যারোলিনার উত্তর চার্লসটনে এক জনসভায় ট্রাম্প বলেন, ডেমোক্র্যাটরা করোনাভাইরাস নিয়ে রাজনীতি শুরু করেছেন। রুশ তদন্ত আর অভিশংসনকান্ডের পর এটি তাদের নতুন ধাপ্পাবাজি। তিনি বলেন, ডেমোক্র্যাটরা সব সময় ভয়ঙ্কর কথাই বলবেন। তারা আমাদের চরমভাবে ব্যর্থ বানাতে চান। এ ভাইরাসে বিশ্বজুড়ে প্রায় ৩ হাজার মানুষ মারা গেছেন, আক্রান্তের সংখ্যা লাখের কাছাকাছি। পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সর্বোচ্চ স্বাস্থ্য সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে এসবে থোড়াই কেয়ার মার্কিন প্রেসিডেন্টের। করোনাভাইরাস সংক্রমণ নিয়ে ভয়ের কিছু নেই, এর চেয়ে সাধারণ ফ্লুতেই বেশি মানুষ মারা যায়- এমনটা বেশ কয়েকবারই বলেছেন ডোনাল্ড ট্রাম্প। তার মতে, এ সংক্রমণ মোকাবিলায় যথাযথ ব্যবস্থা’ নিয়েছে যুক্তরাষ্ট্র। বিবিসি

সর্বশেষ খবর