রবিবার, ১ মার্চ, ২০২০ ০০:০০ টা

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর গুলি : আহত ২৬০

ফিলিস্তিনের পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের গুলিতে অন্তত ২৬০ ফিলিস্তিনি আহত হয়েছে। ইসরায়েলি বসতি নির্মাণের প্রতিবাদে পশ্চিম তীরে বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে ফিলিস্তিনিরা। বার্তা সংস্থা ফার্স জানিয়েছে ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট এক বিবৃতিতে বলেছে, নাবলুসের দক্ষিণে অবস্থিত বিতা এলাকায় ইসরায়েলি সেনারা বিক্ষোভকারীদের ওপর হামলা চালালে আহত হন তারা। সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অধিকৃত কুদস শহরের পূর্বে নতুন করে সাড়ে তিন হাজার ইহুদি বসতি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

২০১৬ সালের ২৩ ডিসেম্বরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গৃহীত ২৩৩৪ নম্বর প্রস্তাব অনুযায়ী অধিকৃত ফিলিস্তিনে শহর উপশহর নির্মাণের সর্বপ্রকার কার্যক্রম বন্ধ করার জন্য ইসরায়েলের প্রতি জরুরি নির্দেশ দেওয়া হয়েছে।  ইহুদিবাদী ইসরায়েল সেই নির্দেশ অমান্য করে ইহুদি বসতি নির্মাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সর্বশেষ খবর