সোমবার, ২ মার্চ, ২০২০ ০০:০০ টা

কারও নাগরিকত্ব কাড়া হবে না : অমিত শাহ

কলকাতা প্রতিনিধি

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শত চেষ্টা করলেও বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা সংখ্যালঘু শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া আটকাতে পারবেন না। এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার অভিমত সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয় বরং এই আইনে নাগরিকত্ব দেওয়া হবে। গতকাল কলকাতার শহীদ মিনার ময়দানে সিএএর সমর্থনে এক জনসভায় স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

গত ডিসেম্বরে ভারতের সংসদে সংশোধিত নাগরিকত্ব আইন পাস হওয়ার পর এই প্রথম কলকাতা সফর করলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সর্বশেষ খবর