মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০ ০০:০০ টা

পাকিস্তানে সংখ্যালঘু নির্যাতনের চিত্র ফুটে উঠল জেনেভায়

পাকিস্তানে সংখ্যালঘু নির্যাতনের চিত্র ফুটে উঠল জেনেভায়

সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হচ্ছে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের অধিবেশন। এ সময় সেখানে ফুটে উঠল পাকিস্তানের সংখ্যালঘু নির্যাতনের চিত্র। সেখানে বিভিন্ন স্থাপনার মাধ্যমে পাকিস্তান সরকার ও দেশটির সেনাবাহিনী কর্তৃক সংখ্যালঘু নির্যাতনের এই চিত্র তুলে ধরেছে দেশটির নির্বাসিত কর্মীরা। এর মধ্যে একটি স্থাপনায় তুলে ধরা হয় পাকিস্তান সেনাবাহিনীর মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ চিত্র। এতে ফুটিয়ে তোলা হয় একটি জেলখানার দৃশ্য। চিত্রে দেখা যায়, জেলের ভিতরে রয়েছেন নারী ও শিশুরা। আর এর সামনে রয়েছেন পাকিস্তান আর্মি জেনারেল কামার বাজওয়া, প্রধানমন্ত্রী ইমরান খান ও আইএসআই মহাপরিচালক ফাইয়াজ হামিদ। শুধু বিভিন্ন স্থাপনা নয়, পাকিস্তান সেনাবাহিনীর সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে অসংখ্য পোস্টারও লাগানো হয়েছে সিটিজুড়ে। এসব পোস্টারে বিভিন্ন স্লোগানের পাশাপাশি পাকিস্তান সেনাবাহিনীকে উদ্দেশ্য করে বলা হয়েছে, ‘পাকিস্তান সেনাবাহিনী সন্ত্রাসবাদে সমর্থন বন্ধ কর, সংখ্যালঘু নির্যাতন বন্ধ কর’। বালুচ, সিন্ধ, পশতুন, আহমাদিয়া ও মুহাজির সংখ্যালঘু গোষ্ঠীর নির্বাসিত মানবাধিকার কর্মীদের পরিকল্পনায় জেনেভাজুড়ে প্রতিবাদের এই চিত্র ফুটে ওঠে।

সর্বশেষ খবর