মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০ ০০:০০ টা

জনসনের বান্ধবী কে এই সিমন্ডস?

জনসনের বান্ধবী কে এই সিমন্ডস?

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন তিনি শিগগিরই বিয়ের পিঁড়িতে বসছেন। তার হবু স্ত্রীর নাম ক্যারি সিমন্ডস। তিনি সন্তান সম্ভবা। তবে ক্যারি সিমন্ডস কিন্তু তার প্রথম স্ত্রী হচ্ছে না। তিনি হচ্ছেন তৃতীয় স্ত্রী। তার প্রথম স্ত্রীর নাম এ্যালেগ্রা মস্টিন-ওয়েন। ১৯৮৭ সালে তাদের বিয়ে হয়। বিচ্ছেদ হয় ১৯৯৩ সালে। সেই বছরই তিনি ছোটবেলার বন্ধু ম্যারিনা হোয়েলারকে বিয়ে করেন। ২০১৮ সালে তাদের বিচ্ছেদ হয়। গত বছরের শেষ দিকে যখন জনসন ব্রিটেনের প্রধানমন্ত্রীর দফতরের দায়িত্ব নেন তখন তার সঙ্গে প্রধানমন্ত্রীর বাসভবন ডাউনিং স্ট্রিটে প্রবেশ করেন ক্যারি সিমন্ডস। আর ব্রিটিশ ইতিহাসে তারাই ডাউনিং স্ট্রিটে প্রবেশ করা প্রথম অবিবাহিত যুগল। কিন্তু কে এই ক্যারি সিমন্ডস? পূর্বসূরিদের তুলনায় কীভাবে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবন প্রভাবিত করছেন? সিমন্ডস হচ্ছেন প্রভাবশালী ব্রিটিশ পত্রিকা ইন্ডিপেনডেন্টের অন্যতম প্রতিষ্ঠাতা ম্যাথু সিমন্ডস এবং সংবাদপত্র আইনজীবী জোসেফিন ম্যাকাফির মেয়ে। ৩১ বছর বয়সী সিমন্ডস লন্ডনের দক্ষিণ-পশ্চিম অংশে বড় হয়েছেন। ২০১০ সালে কনজারভেটিভ পার্টিতে প্রেস অফিসার হিসেবে যোগ দেন। দুই বছর পরে বরিস জনসনের নির্বাচনী প্রচার শিবিরে কাজ করেন, যে নির্বাচনে লন্ডনের মেয়র হিসেবে জনসন পুনর্র্নির্বাচিত হন। ২০১৯ সালের প্রথম দিকে প্রথমবার জনসনের সঙ্গে সিমন্ডসের সম্পর্কের বিষয়টি গণমাধ্যমে উঠে আসে। তবে তার আগেই জনসন এবং তার স্ত্রী, ছোটবেলার বন্ধু ম্যারিনা হোয়েলার ২০১৮ সালে ঘোষণা করেন, ২৫ বছরের বিবাহিত সম্পর্কের অবসান ঘটছে। তাদের চারটি সন্তান রয়েছে। তবে এর মধ্যে সমন্ডসের সঙ্গে জনসনের ঝগড়া-ঝাটিরও খবর প্রকাশ পায় গণমাধ্যমে। কিন্তু ডিসেম্বরের নির্বাচনের পর এই যুগল একত্রেই ডাউনিং স্ট্রিটে প্রবেশ করেন।

সর্বশেষ খবর