মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০ ০০:০০ টা

দিল্লির ঘটনা পরিকল্পিত গণহত্যা : মমতা

কলকাতা প্রতিনিধি

সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে ও প্রতিবাদে গত সপ্তাহে দিল্লির সহিংসতা ও মৃত্যুর ঘটনাকে ‘পরিকল্পিত গণহত্যা’ ও ‘রাষ্ট্রের দায়’ বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই সঙ্গে তার অভিযোগ, গোটা দেশেই বিজেপি গুজরাট মডেলে দাঙ্গা বাধাতে চাইছে। গতকাল নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত রাজ্যটির ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের এক অনুষ্ঠান থেকে এসব কথা বলেন মমতা।

তিনি বলেন, ‘আমরা গভীরভাবে শোকাহত, মর্মাহত, দুঃখিত। আমরা ধিক্কার জানাই। কয়েকদিন ধরে দিল্লির মাটিতে যেভাবে মানুষ হত্যা হয়েছে আমি মনে করি এটা একটা পরিকল্পিত গণহত্যা (জেনোসাইড)। পরে সাম্প্রদায়িকতার রং দেওয়া হয়েছে।’

সর্বশেষ খবর