বুধবার, ৪ মার্চ, ২০২০ ০০:০০ টা

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হচ্ছে

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার বলেছেন, তালেবানের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির ভিত্তিতে আগামী সপ্তাহ থেকে আফগানিস্তান থেকে তার দেশের সেনা প্রত্যাহার শুরু হবে। তবে তিনি নির্দিষ্ট করে দিন না বললেও ধারণা করা হচ্ছে ১২ মার্চ থেকে এই প্রক্রিয়া শুরু হবে। সোমবার রাতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। তিনি বলেন, আমেরিকা প্রথমে আফগানিস্তানে মোতায়েন সেনা সংখ্যা ৮ হাজার ৬০০ জনে নামিয়ে আনবে। এরপর দেশটির নিরাপত্তা পর্যবেক্ষণ করে বাকি সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে ওয়াশিংটন।

ফের হামলার হুমকি : যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পরপরই হামলার হুমকি দিয়েছে তালেবান। তাদের কথা তালেবান বন্দীকে মুক্তি না দিলে আফগান সরকারের সঙ্গে শান্তি আলোচনায় বসবে না তারা। তবে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পশ্চিমা বাহিনীর ওপর হামলা চালানো হবে না বলে জানানো হয়েছে।

সর্বশেষ খবর