বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০ ০০:০০ টা

৫৪ হাজার বন্দীকে মুক্তি দিল ইরান

করোনাভাইরাস রোধের লক্ষ্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার চেয়ে ইরানে এখন কভিড-১৯ বড় আতঙ্কের বিষয়। এই রোগের প্রাদুর্ভাবে ইরানে কয়েক দিনে অন্তত ৯২ জন মারা গেছে। এই করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে দেশটি ৫৪ হাজার কারাবন্দীকে সাময়িক মুক্তি দিয়েছে।

বিচার বিভাগীয় মুখপাত্র গোলামাহোসেইন এসমাইলি বলেন, কভিড-১৯ আক্রান্ত নয়, এটা নিশ্চিত হওয়ার পরই এদের মুক্তি দেওয়া হয়। তবে পাঁচ বছরের বেশি দ-প্রাপ্তদের এই সুযোগ দেওয়া হচ্ছে না। এই মুক্তির তালিকায় আছেন ব্রিটিশ-ইরানিয়ান দাতব্য কর্মী নাজানিন জাঘারি-র‌্যাটক্লিফ। যার মুক্তির বিষয়টি নিয়ে টুইট করেছেন ব্রিটিশ এমপি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক। যিনি বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি। যুক্তরাজ্যে ইরানের রাষ্ট্রদূতকে উদ্ধৃত করে এমপি টিউলিপ সিদ্দিক বিবিসিকে বলেন, ‘আজ অথবা কালকের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হবে।’ গুপ্তচরবৃত্তির অভিযোগে ২০১৬ সালে জাঘারি-র‌্যাটক্লিফকে পাঁচ বছরের কারাদ- দেওয়া হয়। যদিও অভিযোগ অস্বীকার করেন তিনি। যুক্তরাজ্যও বলে আসছে তিনি নির্দোষ। বিশ্বজুড়ে প্রায় ১ লাখ মানুষ কভিড-১৯-এ আক্রান্ত হয়েছে। মারা গেছে ৩ হাজার ১১০ জন। বেশির ভাগ মৃত্যুই হয়েছে চীনে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ হাজার ৩৩৬ জনে দাঁড়িয়েছে। যদিও প্রকৃত সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হচ্ছে। ইরানের উচ্চ পদস্থ অনেক কর্মকর্তাও ভাইরাস সংক্রমণের শিকার হয়েছেন। সম্প্রতি দেশটির জরুরি চিকিৎসাসেবা বিভাগের প্রধান পিরহোসেইন কোলিভান্দ আক্রান্ত হয়েছেন। পার্লামেন্টের ২৯০ জন এমপির মধ্যে করোনাভাইরাস পরীক্ষা করে ২৩ জন আক্রান্তের খবর পাওয়া গেছে। বিবিসি

সর্বশেষ খবর