বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০ ০০:০০ টা

সহিংসতায় জড়িতদের বাঁচানো উচিত নয়

মোদিকে কেজরিওয়াল

ভারতের রাজধানী দিল্লিতে গত সপ্তাহের সহিংসতায় জড়িতদের ‘বাঁচানো উচিত নয়’ বলে মন্তব্য করেছেন সেখানকার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন কেজরিয়াল। সেখানে তিনি ওই মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমি তাকে (প্রধানমন্ত্রীকে) বলেছি আমাদের দেশের রাজধানীতে আবারও যাতে এ জাতীয় পরিস্থিতি সৃষ্টি না হয় সে ব্যাপারে সবারই সচেষ্ট হওয়া উচিত। সংঘর্ষের জন্য যারা দায়ী  তারা যে দলেরই হোক না কেন তাদের বাঁচানো উচিত নয়।’ মঙ্গলবার বেলা ১১টার দিকে পার্লামেন্টে মোদি-কেজরিওয়াল বৈঠক শুরু হয়। তৃতীয়বার দিল্লির মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম নরেন্দ্র মোদির মুখোমুখি হলেন দিল্লি মুখ্যমন্ত্রী। গত মাসেই দিল্লি বিধানসভার নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে তৃতীয়বারের জন্য সেখানে ক্ষমতায় এসেছে আম আদমি পার্টির সরকার।

সম্প্রতি দিল্লিতে হিন্দুত্ববাদীদের তা বের জেরে প্রাণ হারান ৪০ জনেরও বেশি মানুষ এবং আহত হন দুই শতাধিক। উত্তর-পূর্ব দিল্লির এই সহিংসতার ঘটনায় এখন ভীত-সন্ত্রস্ত হয়ে রয়েছে রাজধানীর সাধারণ মানুষ। এই পরিস্থিতির পরই প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল এই বৈঠক করলেন।

সর্বশেষ খবর