শুক্রবার, ৬ মার্চ, ২০২০ ০০:০০ টা
অন্য খবর

এত যত্নআত্তি সব বৃথা

এত যত্নআত্তি সব বৃথা

প্রায় দুই বছর ধরে টানা পানি দিয়েছেন, যত্ন নিয়েছেন, ঘুণাক্ষরেও টের পাননি এটি প্লাস্টিকের তৈরি। এত দিন পর বিষয়টি জানতে পেরে হচকচিয়ে গেছেন কেলি উইলকেস। অবশেষে তিনি বুঝতে পারলেন এত দিন ধরে তিনি বোকার মতো গাছটিকে আসল ভেবে যত্ন নিয়েছেন। ফেসবুকে কেলি উইলকেস নামে এক মহিলা পোস্টটি করেছেন। সেখানে তিনি বলেছেন, গাছটিকে তিনি আসল ভাবতেন, নিয়মিত পানি দিতেন। গাছটি এত সুন্দর যে সেটিকে ভালোবেসে ফেলেন, ফলে অন্য কাউকে পানি দিতেও দিতেন না, সব যত্নআত্তি নিজেই করতেন। সুন্দর, প্রায় নিখুঁত এ গাছটিকে তিনি রান্নাঘরের জানালায় রেখেছিলেন। স¤প্রতি তিনি গাছটির টব পরিবর্তন করার কথা ভাবেন। সেই মতো বাজার থেকে খুঁজে খুঁজে গাছটির সঙ্গে মানানসই সব থেকে সুন্দর টব কিনে আনেন। যখন গাছটি পুরনো টব থেকে নতুন টবে বসানোর জন্য তুলতে যান, আকাশ থেকে পড়েন। দেখেন সেটি আঠা দিয়ে বসানো রয়েছে। তারপরই তার কাছে পরিষ্কার হয় গাছটি প্লাস্টিকের।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর