শুক্রবার, ৬ মার্চ, ২০২০ ০০:০০ টা
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন

প্রার্থী বাছাই ও ট্রাম্পকে হারানোর লড়াই শুরু

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রার্থী বাছাই প্রক্রিয়া। ডেমোক্রেটিক ভোটাররা প্রেসিডেন্ট ট্রাম্পকে হারাতে কাকে ভোট দেবেন তা এখন ঠিক করা হচ্ছে। এ ক্ষেত্রে দুই প্রার্থী জো বাইডেন ও বার্নি স্যান্ডার্সের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে। অন্যদিকে রিপাবলিকান দল থেকে ডোনাল্ড ট্রাম্পই মনোনয়ন পেতে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ধাপ শুরু হয়েছে। ডেমোক্রেটিক ভোটাররা প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে কে লড়বেন- সেই প্রার্থী বাছাইয়ের জন্য ভোট দিচ্ছেন।

এগিয়ে বাইডেন : অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট ডেলিগেটদের মতামতে বার্নি স্যান্ডার্সকে পেছনে ফেলেছেন জো বাইডেন। নির্বাচনে রিপাবলিকান দলের মনোনীত প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে ডেমোক্র্যাট দল থেকে এখন পর্যন্ত ৮১ ভোটে এগিয়ে আছেন তিনি। গত মঙ্গলবারের ভোটাভুটিতে ১৪টি অঙ্গরাজ্যের বেশিরভাগই জয় পান বাইডেন। আমেরিকার প্রাক্তন এ ভাইস প্রেসিডেন্ট  মিনেসোটা, ওকলাহোমা, আরকানসাস, অ্যালাবামা, টেনেসি, নর্থ ক্যারোলাইনা এবং ভার্জিনিয়ার ডেলিগেটদের নিজের পক্ষে টানতে সক্ষম হয়েছেন। তার পরেই আছেন ২৯৪  ভোট পাওয়া বার্নি স্যান্ডার্স। তৃতীয় স্থানে থাকা নিউইয়র্কের সাবেক মেয়র ও বিলিয়নেয়ার ব্যবসায়ী মাইকেল বøুমবার্গ গতকাল প্রতি›দ্ব›দ্বীতা থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন। তিনি বাইডেনকে সমর্থন জানিয়েছেন।

সর্বশেষ খবর