শুক্রবার, ৬ মার্চ, ২০২০ ০০:০০ টা
জার্মানির ক্ষুব্ধ প্রতিক্রিয়া

শরণার্থীদের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে তুরস্ক

জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল শরণার্থীদের হাতিয়ার হিসেবে ব্যবহার করে ইউরোপের ওপর চাপ সৃষ্টির জন্য তুরস্কের পদক্ষেপের তীব্র সমালোচনা করে একে অগ্রহণযোগ্য বলে মন্দব্য করেছেন। তুরস্ক সে দেশে আশ্রয় গ্রহণকারী হাজার হাজার শরণার্থীকে ইউরোপে ঢোকানোর জন্য সীমান্ত খুলে দেওয়ার পর মার্কেল এ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন। তবে সীমান্ত খুলে দিয়ে শরণার্থীদের ইউরোপের সঙ্গে দরকষাকষি ও চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার করায় আরও বেশি কোণঠাসা ও সমালোচনার সম্মুখীন হচ্ছে এরদোগান সরকারকে। সিরিয়া সংকটের শুরু থেকেই তুরস্ক একে অপব্যবহারের চেষ্টা করছে।

সর্বশেষ খবর