শুক্রবার, ৬ মার্চ, ২০২০ ০০:০০ টা

ভারত-ইইউ শীর্ষ সম্মেলন বাতিল

করোনা আতঙ্কে বাতিল হলো ভারত-ইইউ শীর্ষ সম্মেলন। আগামী ১৩ মার্চ যা ব্রাসেলসে হওয়ার কথা ছিল। এ বৈঠকে যোগ দেওয়ার জন্য ব্রাসেলস যাওয়ার কথা ছিল নরেন্দ্র মোদির। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবিশ কুমার জানিয়েছেন, দুপক্ষের সম্মতিতেই বৈঠক পিছিয়ে দেওয়া হয়েছে। গতকাল তিনি জানান, ভারত এবং ইইউ দুই তরফই করোনা পরিস্থিতি নিয়ে সমানভাবে উদ্বিগ্ন। তাই আপাতত শীর্ষ সম্মেলন হচ্ছে না। পরে কোনো সুবিধাজনক সময়ে তা আবার হবে। তবে এরপরও প্রশ্ন উঠেছে, শুধু করোনার আতঙ্কেই কি বৈঠক বাতিল হয়েছে, না কি এর পেছনে দিল্লির হিংসা ও তা নিয়ে বিশ্বের কিছু দেশের রাষ্ট্রনেতার মন্তব্য এবং কাশ্মীর ও সিএএ নিয়ে ইইউ পার্লামেন্টে ভোটাভুটির প্রস্তাবও কাজ করছে?

সর্বশেষ খবর