বুধবার, ১১ মার্চ, ২০২০ ০০:০০ টা

করোনার ছোবলে আম্বানির পতন এশিয়ার শীর্ষ ধনী জ্যাক মা

করোনার ছোবলে আম্বানির পতন এশিয়ার শীর্ষ ধনী জ্যাক মা

মুকেশ আম্বানি, জ্যাক মা

বিশ্বের শীর্ষস্থানীয় শিল্পপতি মুকেশ এশিয়ার সবচেয়ে ধনীর স্থানটি হারালেন। তাকে টপকে গেছেন ‘আলিবাবা’ গ্রুপের কর্ণধার জ্যাক মা। করোনাভাইরাসের দ্রুত সংক্রমণ আর গত তিন দশকে অপরিশোধিত তেলের দামের সর্বাধিক পতনের কারণে এক দিনে মুকেশের মোট সম্পদের পরিমাণ কমে গেছে ৫৮০ কোটি ডলার। যা মোট সম্পদের পরিমাণের নিরিখে আলিবাবা গ্রুপের কর্ণধার জ্যাক মার চেয়ে মুকেশকে ২৬০ কোটি ডলার পিছিয়ে দিয়েছে। গতকাল এ খবর দিয়েছে ব্লুমবার্গ বিলিওনেয়ার্স ইনডেক্স। করোনাভাইরাসের সংক্রমণ  যে হারে ছড়িয়ে পড়তে শুরু করেছে, তাতে বিশ্বে বড় ধরনের আর্থিক মন্দার আশঙ্কা উত্তরোত্তর ঘনীভূত হচ্ছে। করোনাভাইরাসের সংক্রমণ যে হারে ছড়িয়ে পড়ছে, তাতে বিশ্বে বড় ধরনের আর্থিক মন্দার আশঙ্কা উত্তরোত্তর ঘনীভূত হচ্ছে। গত তিন দশকে তেলের দাম সর্বনিম্ন। এ অবস্থায় মুকেশের মূল সংস্থা রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ আর এক বছরের মধ্যে বাজারে তার যাবতীয় ধারকর্জের পরিমাণ শূন্যে নামিয়ে আনতে পারবে কি না, তা নিয়ে সন্দেহ দানা বেঁধেছে। তার জেরে রিলায়্যান্সের শেয়ারের দর পড়েছে হু হু করে। সোমবার শেয়ারের দাম পড়েছে ১২ শতাংশ।

সর্বশেষ খবর