বুধবার, ১১ মার্চ, ২০২০ ০০:০০ টা

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন আফগানিস্তানে মোতায়েন মার্কিন সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল সনি লেগেট। তিনি জানান, বর্তমানে আফগানিস্তানে যে সেনা মোতায়েন আছে তা কমিয়ে ৮৬০০-তে নামিয়ে আনা হবে। তবে প্রথম দফায় কতজন সৈন্য প্রত্যাহার করা হয় সে সম্পর্কে কিছু জানাননি লেগেট। সম্প্রতি, কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে একটি চুক্তি হয়েছে। ওই চুক্তি অনুযায়ী, আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র। চুক্তিটি কার্যকর হলে  দেশটিতে ১৯ বছরের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান হবে বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ খবর