বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০ ০০:০০ টা

কংগ্রেস এখন আর আগের মতো নেই

বিজেপিতে যোগ দিয়ে বললেন সিন্ধিয়া

কংগ্রেস এখন আর আগের মতো নেই

জ্যোতিরাদিত্যকে স্বাগত জানালেন বিজেপি নেতা জেপি নাড্ডা

১৮ বছর মধ্যপ্রদেশের কংগ্রেস দলকে সামলেছেন। এবার চাচ্ছিলেন পুরো রাজ্যের সভাপতির পদ। কিন্তু তা করেননি কংগ্রেসের নীতি-নির্ধারক। ফলে গত পরশু কংগ্রেসকে বিদায় জানান প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এরপর বাকি ছিল তিনি কী করেন। সেই আগ্রহেরও ইতি টানলেন গতকাল। দুপুরে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন বিজেপিতে। দলটির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং শীর্ষ নেতাদের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়েছেন তিনি।

এখন সরকারে বড় কোনো পদ পাচ্ছেন তিনি। বিজেপিতে যোগ দিয়ে জ্যোতিরাদিত্য বলেন, কংগ্রেসে থেকে মানুষের  সেবা করতে পারছিলাম না। কিন্তু এই সুযোগ করে দিলেন নরেন্দ্র  মোদি, অমিত শাহ এবং জেপি নড্ডারা। তাদের সবাইকে ধন্যবাদ। কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে এরপরই তার মন্তব্য, ‘কংগ্রেস এখন আর আগের মতো নেই। বাস্তবটাকে অস্বীকার করেছেন কংগ্রেস নেতৃত্ব।’ সিন্ধিয়ার বিদায়ে এখন সরকার ও বিধায়ক বাঁচানোর লড়াই শুরু হয়েছে মধ্যপ্রদেশে। রাজ্যের বিধানসভার মোট আসন ২৩০। গত নির্বাচনে কংগ্রেস একক গরিষ্ঠ দল হয়ে স্বতন্ত্র এবং এসপি-বিএসপির সাহায্য নিয়ে সরকার গঠন করে। মুখ্যমন্ত্রী হন কমলনাথ। ১২০ জনের সমর্থন নিয়ে সরকার গঠন প্রথম থেকেই ছিল দড়ির ওপরে হাঁটার মতো। সিন্ধিয়ার হাতে বিধায়ক ১৯ জন। এবার এই ১৯ বিধায়কের ইস্তফা গৃহীত হলে কংগ্রেসের সদস্য সংখ্যা কমে হবে ৯৭। বিজেপি থাকবে ১০৭। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য প্রয়োজন ১০৬ জনের সমর্থন।

সর্বশেষ খবর