বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০ ০০:০০ টা

২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পথে পুতিন

২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পথে পুতিন

২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পথ সুগম হলো রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের। ২০০০ সালে রাশিয়ার

প্রেসিডেন্ট হিসেবে প্রথম নির্বাচিত হন পুতিন। এরপর  থেকেই টানা ক্ষমতায় রয়েছেন। রাশিয়া পার্লামেন্টের নিম্নকক্ষের অধিবেশনে মঙ্গলবার নতুন একটি প্রস্তাব উপস্থাপিত হয়েছে। আগামী এপ্রিলে এই প্রস্তাব পাস হলেই প্রেসিডেন্ট হিসেবে একটানা ক্ষমতায় থাকার রেকর্ড গড়বেন পুতিন। রাশিয়ার সুষ্ঠু রাজনৈতিক পরিস্থিতির জন্য তার আবারও নির্বাচনে অংশগ্রহণের অধিকার রয়েছে বলে মনে করেন পুতিন। সাংবিধানিক আদালত যদি এই সংশোধন প্রস্তাবে সম্মতি দেয় এবং এপ্রিলে দেশব্যাপী ভোটে তা পাস হয় তাহলে পুতিন পরপর দুই মেয়াদে ছয় বছর করে ক্ষমতায় থাকতে পারবেন।

সর্বশেষ খবর