বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০ ০০:০০ টা

অবশেষে তালেবান বন্দীদের মুক্তি দিচ্ছে আফগানিস্তান

তালেবান ও আমেরিকা শান্তিচুক্তি আগেই হয়েছে। যেখানে কোনো ভূমিকা ছিল না আফগান সরকারের। এই শান্তিচুক্তিকে কার্যকর করতে তালেবানরা দাবি করে তারা সরকারকে বিরক্ত করবে না। এ জন্য তাদের পাঁচ হাজার বন্দীকে মুক্তি দিতে হবে। কিন্তু আশরাফ সরকার প্রথম অবস্থায় এই শর্তে রাজি হয়নি। এর প্রতিক্রিয়ায় গত সপ্তাহে সরকারি স্থাপনায় একাধিক হামলা চালায়। অবশেষে কারাবন্দী তালেবান জঙ্গিদের মুক্তি দেওয়ার কথা ঘোষণা করল আফগানিস্তান সরকার। মূলত তালেবানের সঙ্গে একটি চূড়ান্ত শান্তিচুক্তিতে পৌঁছানোর চেষ্টায় আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি বিদ্রোহী গোষ্ঠীটির এক হাজার ৫০০ বন্দীকে ছেড়ে দেওয়ার একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। মুক্তির পর ‘যুদ্ধক্ষেত্রে ফিরবে না এমন লিখিত শর্ত’ দিতে রাজি সব তালেবান বন্দীর ক্ষেত্রেই প্রেসিডেন্টের এ ডিক্রি প্রযোজ্য হবে বলে জানিয়েছে বিবিসি।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও তালেবানদের যে চুক্তি হয়েছে, তাতে বলা হয়েছে তালেবান শর্ত মেনে চললে ১৪ মাসের মধ্যে যুক্তরাষ্ট্র ও তার ন্যাটো মিত্ররা আফগানিস্তান ছাড়বে বলেও চুক্তিতে সম্মতি দিয়েছে।

সর্বশেষ খবর