বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০ ০০:০০ টা

ইতালি-অস্ট্রিয়া সীমান্ত বন্ধ

ইইউভুক্ত দেশগুলোর মধ্যে সচরাচর সীমান্ত খুব একটা বন্ধ থাকে না। তবে গতকাল থেকে ইতালি ও অস্ট্রিয়ার মধ্যে সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। মূলত করোনাভাইরাসের কারণে এ সিদ্ধান্ত। এই রোগ নিয়ে ইতালি থেকে কেউ অস্ট্রিয়ায় যেতে পারবেন না। করোনাভাইরাস সংক্রমণ ছড়ানো রোধ করতে ইতালিজুড়ে জারি হয়েছে বেশ কিছু কড়া বিধিনিষেধ। উত্তর ইতালি সম্পূর্ণ বন্ধ রয়েছে? মিলান, ভেনিসসহ উত্তর ইতালির পর্যটন কেন্দ্রগুলোর সব সিনেমা হল, জাদুঘর ও থিয়েটার বন্ধ। উত্তরাঞ্চল থেকে ইতালির অন্যত্র যাওয়া-আসার পথও সব বন্ধ। এর মধ্যে অস্ট্রিয়ার সরকার ঘোষণা করেছে, তারা ইতালির সঙ্গে সব রকম পরিবহন ব্যবস্থা বন্ধ রাখছে। উত্তর ইতালির সঙ্গে সীমান্ত রয়েছে অস্ট্রিয়ার।

সর্বশেষ খবর