বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০ ০০:০০ টা

হার্ভি ওয়াইনস্টিনের ২৩ বছর কারাদন্ড

হার্ভি ওয়াইনস্টিনের ২৩ বছর কারাদন্ড

ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনায় দায়ের করা মামলায় হলিউডের প্রভাবশালী ব্যক্তিত্ব হার্ভি ওয়াইনস্টিনের ২৩ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। গতকাল নিউইয়র্কের একটি আদালত এই রায় দেয়। ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনায় গত মাসেই আদালতে দোষী প্রমাণিত হন হার্ভি। গতকাল তার আইনজীবীরা আদালতে ক্ষমাশীল হওয়ার আবেদন জানিয়েছিলেন। তারা আপিলে এ-ও বলেছিলেন যে, পাঁচ বছর মেয়াদের কারাদন্ডের সাজাও ওয়াইনস্টিনের জন্য ‘যাবজ্জীবন সাজার সমান। তবে বাদীপক্ষের আইনজীবীরা বলেন, ওয়াইনস্টিন তার জীবনের অনেকটা সময় ধরেই নারীদের ওপর যৌন নিপীড়ন চালান এবং তার জন্য তেমন একটা অনুতপ্তও তিনি নন। তার বিরুদ্ধে সাবেক প্রযোজনা সহকারী মিমি হ্যালেই জেসিকা মান, অ্যাঞ্জেলিনা জোলি, গিনেথ প্যালট্রো, আসিয়া আর্জেন্তোও, নাতাশিয়া মালথের মতো প্রখ্যাত অভিনেত্রীরা। এরপর শুরু হয় আন্দোলন। যা #মিটু আন্দোলন নামে পরিচিত।

সর্বশেষ খবর