শুক্রবার, ১৩ মার্চ, ২০২০ ০০:০০ টা

গ্রিস-তুরস্ক উত্তেজনা

গ্রিস ও তুরস্কের মধ্যে ঐতিহাসিক শত্রুতা ফের মাথাচাড়া দিয়েছে। তুরস্কের পানিসীমা লঙ্ঘনের অভিযোগে সেদেশে নিযুক্ত গ্রিক রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। তাকে তুর্কি সরকার বলেছে, গ্রিসকে অবিলম্বে তুর্কি পানিসীমা লঙ্ঘন বন্ধ করতে হবে। দুদেশের পানিসীমায় গ্রিস সামরিক বাহিনী মোতায়েন করার পর তুরস্ক এ প্রতিক্রিয়া দেখাল। এছাড়া, তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিক আটকের নিন্দা জানিয়ে এ ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। গ্রিসের ‘রোডেস’ ও ‘লেসবোস’ দ্বীপে অভিবাসন প্রত্যাশীদের অবস্থা সম্পর্কে প্রতিবেদন করার কারণে সাংবাদিকদের ওপর নির্যাতন ও বন্দি করা হচ্ছে বলে তুরস্ক অভিযোগ করেছে। তুরস্ক বারবার বলে আসছে গ্রিস কর্তৃপক্ষ শরণার্থীদের সঙ্গে আশানুরূপ আচরণ করছে না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর