শনিবার, ১৪ মার্চ, ২০২০ ০০:০০ টা

বাগ্‌যুদ্ধে যুক্তরাষ্ট্র ও চীন

বাগ্‌যুদ্ধে যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর এবার কূটনৈতিক বাগযুদ্ধে জড়িয়ে পড়ল বিশ্বের দুই মহাশক্তিধর দেশ, চীন ও আমেরিকা। আমেরিকার অভিযোগ, এই ভাইরাস চীনের উহান প্রদেশ থেকেই সর্বত্র ছড়িয়ে পড়েছে। তার প্রতিউত্তরে চীন বলল, মার্কিন সেনারাই করোনাভাইরাস নিয়ে এসেছে উহানে। তবে এই রকম চাঞ্চল্যকর দাবির সপক্ষে কোনো প্রমাণ পেশ করেন চীন। এ ব্যাপারে আমেরিকার জবাব চেয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। যদিও এ ব্যাপারে আমেরিকার কোনো প্রতিক্রিয়া মেলেনি। করোনাভাইরাসকে ‘উহান ভাইরাস’ নাম দেওয়ায় চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় রীতিমতো ক্ষুব্ধ। মন্ত্রণালয়ের তরফে এই নামকরণকে ‘ঘৃণ্য’ ও ‘অপমানজনক’ বলে নিন্দা করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে টুইট করে এমনই সম্ভাবনার কথা প্রকাশ করেছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান। মারণ করোনাভাইরাস চীনে ছড়িয়ে পড়ার পেছনে আমেরিকার হাত রয়েছে বলে এর আগে সে  দেশের সোশ্যাল মিডিয়ায় জল্পনা শুরু হয়। এতদিন এই বিষয়ে সরকারিভাবে কোনো অভিযোগ করা না হলেও এবার সম্ভাবনার কথা বলে মার্কিন সেনার দিকে আঙুল তুললেন চীন সরকারের এই কর্মকর্তা।

গতকাল ঝাও লিজিয়ানের টুইটে অভিযোগ করা হয়েছে, আমেরিকায় সাড়ে তিন কোটি মানুষ ফ্লুতে আক্রান্ত। মৃত্যু হয়েছে ২০ হাজার মানুষের। মার্কিন কংগ্রেসে আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের প্রধান রবার্ট রেডফিল্ড জানিয়েছেন, যে মার্কিন নাগরিকদের ফ্লুতে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হয়েছিল, পরে দেখা গেছে তাঁদের মৃত্যু করোনাভাইরাসে আক্রান্ত হয়ে।

সর্বশেষ খবর