সোমবার, ১৬ মার্চ, ২০২০ ০০:০০ টা

আতঙ্কে বাকিংহাম প্যালেস ছাড়ছেন রানী

আতঙ্কে বাকিংহাম প্যালেস ছাড়ছেন রানী

কাউকেই করুণা করছে না করোনা। বিশ্বজুড়ে ভয়ের ঝড় বইয়ে চলছে। রাজা-রানী, মহারানী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট কেউ রেহাই পাচ্ছেন না এর প্রভাব থেকে। ফলে করোনা নিয়ে ঘটেছে বিচিত্র  সব ঘটনা। এবার করোনা আতঙ্কে বাকিংহাম প্যালেস ছাড়ছেন ব্রিটেনের রানী এলিজাবেথ।

স্বামী প্রিন্স ফিলিপসহ  উইন্ডসর ক্যাসেলে বসবাস শুরু করতে যাচ্ছেন তিনি। তবে পরিস্থিতি স্বাভাবিকের চেয়ে খারাপ হলে নরফোকের সান্দিরিঘামের কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন রানী এলিজাবেথ ও প্রিন্স ফিলিপ।

রাজকীয় সূত্র থেকে জানা যায়, সুস্থ আছেন রানী এলিজাবেথ। করোনায় আক্রান্ত হওয়ার কোনো ধরনের লক্ষণ তার মধ্যে  প্রকাশ পায়নি। তবুও স্বাস্থ্য নিরাপত্তার খাতিরে বাকিংহাম প্যালেস ছাড়তে চাচ্ছেন তিনি। রানীর প্রাসাদ ত্যাগের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো বাকিংহাম প্যালেসের কর্মীদের মধ্যে। করোনা আতঙ্কে গেল এক সপ্তাহ ধরে বাইরের মানুষের সঙ্গে যে কোনো ধরনের সাক্ষাৎ বন্ধ করেছেন ৯৩ বছর বয়সী রানী এলিজাবেথ। এর একদিন আগে যুক্তরাজ্যের চেশায়ার, ক্যামডেন শহর সফর বাতিল করেন রানী এলিজাবেথ।  

সর্বশেষ খবর