সোমবার, ১৬ মার্চ, ২০২০ ০০:০০ টা

প্রেসিডেন্ট শির সমালোচক চীনা কর্মকর্তা ‘নিখোঁজ’

করোনাভাইরাসের সংক্রমণ রুখতে চীন সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে প্রেসিডেন্ট শি জিন পিংয়ের ভাষণের সমালোচনা করা দেশটির সাবেক এক প্রভাবশালী কর্মকর্তার খোঁজ পাওয়া যাচ্ছে না বলে তার বন্ধুরা অভিযোগ করেছেন। ক্ষমতাসীন চীনা কমিউনিস্ট পার্টির সদস্য ও রাষ্ট্র নিয়ন্ত্রিত হুয়াইয়ুআন রিয়েল এস্টেট গ্রুপের সাবেক শীর্ষ নির্বাহী রেন জিকিয়াং ফেব্রুয়ারিতে শির ভাষণের পর প্রেসিডেন্টকে ‘ভাঁড়’ বলেছিলেন। বৃহস্পতিবার থেকে জিকিয়াংয়ের খোঁজ মিলছে না বলে তার তিন বন্ধু বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন। ‘আমাদের অনেক বন্ধু তাকে খুঁজছেন। রেন জিকিয়াং একজন সুপরিচিত ব্যক্তি এবং তার উধাও হয়ে যাওয়ার বিষয়টিও  মোটামুটি সবাই জানে। যে প্রতিষ্ঠানগুলো এর জন্য দায়ী তাদের শিগগিরই এ বিষয়ে যৌক্তিক ও আইনি ব্যাখ্যা দেওয়া উচিত,’ বলেছেন নিখোঁজ কর্মকর্তার ঘনিষ্ঠ বন্ধু ওয়াং ইং। তবে সরকার থেকে কিছু বলা হয়নি।

সর্বশেষ খবর