শিরোনাম
বুধবার, ১৮ মার্চ, ২০২০ ০০:০০ টা

সীমান্ত বন্ধ হচ্ছে ইউরোপে লকডাউন ফ্রান্সে

আমেরিকা যাচ্ছে কোয়ারেন্টাইনে

করোনা-সংক্রমণ রুখতে সীমান্ত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তবে তার আগে ইইউ সদস্য ফ্রান্স পরিস্থিতিকে যুদ্ধ ঘোষণা করে পুরো দেশকে ‘লকডাউন’ করে দিয়েছে। অবশ্য এর আগে ইতালি ‘লকডাউন’ ঘোষণা করেছে। সোমবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আপাতত ৩০ দিন নাগরিকদের ‘ঘরবন্দী’ থাকার নির্দেশ দিয়েছেন। নির্দেশিকায় বলা হয়েছে, জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরোনো যাবে না। নিয়ম ভাঙলে শাস্তির হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। এদিকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডের লেয়েন সোমবার জানিয়েছেন, খুব প্রয়োজন না-থাকলে কাউকে ইইউ-এর একটি দেশ থেকে আর এক দেশে যেতে দেওয়া যাবে না। আগামী ৩০ দিনের জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। আবার ওইদিন দুপুরে হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প জানান, তিনি এখনই দেশজুড়ে কোয়ারেন্টাইন চালু করার কথা ভাবছেন না। তবে ভবিষ্যতে হতে পারে। এজন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর