বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০ ০০:০০ টা
মার্কিন নির্বাচন

উজ্জ্বল হচ্ছেন বাইডেন, ধূসর স্যান্ডার্স

আর মাস আটেক বাকি। এরপরই বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনে ক্ষমতাসীন দল রিপাবলিকান প্রার্থী প্রায় ঠিক হয়ে আছে। তিনি বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ডেমোক্র্যাটিক দলের প্রার্থী নির্বাচনের যুদ্ধ গত মাস থেকে। সেই যুদ্ধে প্রথম দিকে বেশ এগিয়ে ছিলেন বার্নি স্যান্ডাস। কিন্তু দিনে দিনে তার সেই অগ্রযাত্রা ফিকে হয়ে আসছে। সপ্তাহ দুয়েক আগে সুপার টুয়েসডে অর্থাৎ ১৪টি রাজ্যের নির্বাচনে জয়লাভ করে এগিয়ে যান সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। সর্বশেষ গত পরশু তিনটি অঙ্গরাজ্যের প্রাইমারি নির্বাচনে এগিয়ে গেলেন বাইডেন। প্রতিদ্বন্দ্বী  স্যান্ডার্সকে আরও পেছনে ফেললেন। ফ্লোরিডা, ইলিনয় ও অ্যারিজোনা, এই তিনটি অঙ্গরাজ্যেই বাইডেন পরিষ্কার ব্যবধানে এগিয়ে থেকে তার মনোনয়ন দৌড়ের গতি আরও বাড়াতে সক্ষম হয়েছেন। এতে আসছে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্টে ট্রাম্পের মুখোমুখি হওয়ার পথে আরও বড় ধরনের অগ্রগতি অর্জন করলেন।

সর্বশেষ খবর