বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০ ০০:০০ টা

চীনা প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা

চীনের উহান শহর থেকে গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়েছে করোনাভাইরাস। এই ভাইরাস ছড়ানোর দায়ে চীনা প্রেসিডেন্ট শি জিন পিংয়ের নামে আদালতে মামলা করা হয়েছে। ভারতের বিহারের মুজফফরপুর আদালতে এই মামলা হয়েছে বলে  দেশটির গণমাধ্যম জানিয়েছে। শুধু একা শি জিনপিং নয়, মামলা করা হয়েছে ভারতে চীনের রাষ্ট্রদূত সান উইডংয়ের বিরুদ্ধেও। মামলাটি  করেছেন সুধীর কুমার ওঝা নামে   এক আইনজীবী। মুজফফরপুরের  অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা করে তিনি বলেছেন, সারা বিশ্বে ইচ্ছাকৃতভাবে এই মারণ ভাইরাস ছড়াচ্ছে চীন। আগামী ১১ এপ্রিল এই মামলার শুনানি হবে বলে জানিয়েছেন মামলাকারী।

সর্বশেষ খবর