শুক্রবার, ২০ মার্চ, ২০২০ ০০:০০ টা

করোনা মোকাবিলায় ৭৫০ বিলিয়ন ইউরোর প্যাকেজ

ইউরোজোনের সদস্য ১৯ দেশের অর্থনীতির ওপর করোনাভাইরাসের প্রভাব কমাতে সাড়ে সাতশ বিলিয়ন ইউরো বা ৬৯ লাখ ৫১ হাজার ২২১ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ইসিবি। ব্যাংকের পরিচালনা পরিষদের ২৫ সদস্য জরুরি বৈঠক করে এই সিদ্ধান্ত নেন।  ‘প্যানডেমিক ইমার্জেন্সি পারচেজ প্রোগ্রাম’ শীর্ষক এই প্যাকেজ দিয়ে ইউরোজোনের দেশগুলোর সরকারি ও করপোরেট বন্ড কেনা হবে। এটি একটি সাময়িক প্যাকেজ বলে জানানো হলেও চলতি বছর পর্যন্ত চলবে বলেও নিশ্চিত করা হয়েছে। ইসিবি প্রধান ক্রিস্টিয়ান ল্যাগার্দ বলেছেন, ইউরো ঠিক রাখতে এমন কিছু করা হবে যার কোনো ‘নির্দিষ্ট সীমা’ নেই। ইসিবির ঘোষণায় গতকাল পুঁজিবাজারে ইতিবাচক ফল দেখা গেছে।

সর্বশেষ খবর