সোমবার, ২৩ মার্চ, ২০২০ ০০:০০ টা

নির্যাতনের শিকার হতে পারে শিশুরা

ইউনিসেফের সতর্কতা

বিশ্বজুড়ে করোনাভাইরাসের মহামারী ঠেকাতে নিয়ন্ত্রণমূলক পদক্ষেপের কারণে ঘরবন্দী হয়ে পড়া শিশুদের নানাভাবে নিগৃহীত হওয়ার ঝুঁকি নিয়েও সতর্ক করেছে জাতিসংঘ আন্তর্জাতিক জরুরি শিশু তহবিল-ইউনিসেফ। এক বিবৃতিতে এই বিশ্ব সংস্থা বলেছে, কভিড-১৯ মহামারীর বিস্তার রোধে নেওয়া নানা ধরনের পদক্ষেপের কারণে বিশ্বজুড়ে লাখ লাখ শিশু দুর্ব্যবহার, লিঙ্গভিত্তিক সহিংসতা, শোষণ, সামাজিক বাধার মুখোমুখি হতে পারে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়া ও চলাচলের সীমাবদ্ধতার মতো নিয়ন্ত্রণমূলক ব্যবস্থার কারণে শিশুদের দৈনন্দিন জীবন ব্যাহত হচ্ছে। এর ফলে যারা তাদের দেখাশোনা করে তাদের ওপরও একধরনের মানসিক চাপ তৈরি করছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে সম্প্রতি চীনে নারী ও মেয়েদের ওপর ঘরোয়া সহিংসতার ঘটনা বেড়ে যাওয়ার উদাহরণ টেনে বিবৃতিতে বলা হয়েছে, এমন পরিস্থিতিতে শিশুদের ওপর যৌন নিপীড়ন ও বাল্যবিয়ের মতো ঘটনাও বাড়তে পারে। এমন আর্থ-সামাজিক বিপর্যয়ের মধ্যেই শিশুদের নিরাপত্তা নিশ্চিতে ইউনিসেফ সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়ে বেশকিছু সুপারিশও করেছে। এগুলোর মধ্যে আছে, যৌন নিপীড়ন প্রতিরোধ এবং শিশু সুরক্ষা, ঝুঁকি বিষয়ক স্বাস্থ্য, শিক্ষা ও শিশুসেবায় নিয়োজিত প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসা।

 

সর্বশেষ খবর