সোমবার, ২৩ মার্চ, ২০২০ ০০:০০ টা

আরব উপসাগরে ভয়াবহ পঙ্গপাল

আরব উপসাগরের ঊষর মরুভূমিতে পঙ্গপালের বিস্তার ঘটছে ব্যাপকহারে। এতে নজিরবিহীন পরিস্থিতিতে পড়ে গেছে ১০টি দেশ। পঙ্গপাল এসব দেশের কয়েক লাখ মানুষকে মারাত্মক ঝুঁকিতে ফেলে দিতে যাচ্ছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার পতঙ্গ বিশেষজ্ঞ কেইথ ক্রিসম্যানের বরাত দিয়ে গার্ডিয়ানের খবরে বলা হয়, ২০১৮ সালে ঘূর্ণিঝড় মেকুনু আঘাত হানলে সৌদির মরুভূমিতে শুকনো বালু ও গজিয়ে ওঠা উদ্ভিদের মধ্যে পঙ্গপালের কয়েকটি প্রজন্মের বিস্তার ঘটে।  সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন দেশে এই পতঙ্গটির ভয়াবহ আক্রমণ দেখা গেছে।

সর্বশেষ খবর