মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০ ০০:০০ টা

নিউইয়র্কে চিকিৎসা সামগ্রীর সংকট

মার্কিন স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে মোট ৩৫ হাজার ৭৯ ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হলেন এবং এদের মধ্যে মৃত্যু হয়েছে ৪৫৮ জনের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েক সপ্তাহ আগে আমেরিকায় করোনাভাইরাস ছড়িয়ে পড়ার খবরকে ‘ডেমোক্র্যাটদের প্রতারণা’ বলে অভিহিত করলেও গত বৃহস্পতিবার বলেছেন, তার দেশে করোনাভাইরাস পরিস্থিতি ‘শোচনীয়’ পর্যায়ে রয়েছে। এদিকে নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লুজিও তার শহরে করোনা মোকাবিলার চিকিৎসা সামগ্রীর অভাবের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, বর্তমানে যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে সেই আকারে বাড়তে থাকলে আগামী ১০ দিনেই নিউইয়র্ক শহরে কৃত্রিম নিঃশ্বাস গ্রহণের যন্ত্রসহ অন্যান্য চিকিৎসা সামগ্রীর সংকট দেখা দেবে।

সর্বশেষ খবর