মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০ ০০:০০ টা

৮ কোটি মানুষকে ছয় মাস ফ্রি চাল দেবেন মমতা

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাবে বিপর্যস্ত গোটা বিশ্ব। এ অবস্থায় কভিড-১৯ থেকে বাঁচতে বিশ্বের বিভিন্ন দেশের সরকার  নানা পদক্ষেপ নিচ্ছে। বিশেষ করে সব দেশেই এখন প্রায় লকডাউনে যাচ্ছে। কিন্তু এই ব্যবস্থা খেটে খাওয়া মানুষের জন্য জীবন-জীবিকার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যা মোকাবিলায় একগুচ্ছ পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি বলেছেন, করোনা পরিস্থিতিতে সরকারি কর্মীরা বাড়িতে থেকেও আংশিক কাজ চালিয়ে নিতে পারবেন। শুধু তাই নয়, রাজ্যের ৭ কোটি ৯০ লাখ মানুষ রেশনে প্রতি মাসে ২ টাকা কেজি দরে চাল পেতেন; এখন সেটি বিনামূল্যে দেওয়া হবে। মাসে একজন সর্বোচ্চ ৫ কেজি চাল এবং ৫ কেজি গম পাবেন।

সর্বশেষ খবর