বুধবার, ২৫ মার্চ, ২০২০ ০০:০০ টা

এক মাসের জরুরি অবস্থা জারি করছে থাইল্যান্ড

দেশজুড়ে এক মাসের জরুরি অবস্থা জারি করছে থাইল্যান্ড। আগামীকাল থেকে এই জরুরি অবস্থা কার্যকর হবে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে এমন পদক্ষেপ  নেওয়া হয়েছে। গতকাল এক সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা বিষয়টি নিশ্চিত করেছেন।  প্রায়ুথ বলেন, জরুরি অবস্থা জারির মাধ্যমে বিভিন্ন স্থানে  লোকজনের চলাচল কমিয়ে আনা সম্ভব হবে। করোনাভাইরাসের প্রকোপ কমিয়ে আনতে আর কি কি পদক্ষেপ নেওয়া হবে তা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে উল্লেখ করেছেন তিনি।  থাইল্যান্ডে নতুন করে ১০৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ফলে  দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৮২৭। মৃত্যু হয়েছে ৪ জনের।

সর্বশেষ খবর