বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০ ০০:০০ টা

আমেরিকায় সংক্রমণ কয়েক মাস স্থায়ী হতে পারে : পেন্টাগন

বিশ্বে মহামারী আকারে দ্রুত ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ আমেরিকায় কয়েক মাসব্যাপী স্থায়ী হতে পারে। এই আশঙ্কা করেছে দেশটির প্রতিরক্ষা দফতর পেন্টাগন। কভিড-১৯ মোকাবিলায় মার্কিন সেনাবাহিনী সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে বলেও প্রতিরক্ষা দফতর জানিয়েছে। আমেরিকায় করোনাভাইরাসের প্রকোপ কতদিন স্থায়ী হতে পারে এবং এ ভাইরাস মোকাবিলার প্রচেষ্টায় দেশের সেনাবাহিনী কতদিন সহযোগিতা অব্যাহত রাখবে- প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার বলেন, ‘উচ্চ সংক্রমণশীল এ রোগ তার দেশে কয়েক মাসব্যাপী স্থায়ী হতে পারে।’ তিনি বলেন, ‘আমি মনে করি এই ভাইরাস অন্তত কয়েক মাস অবস্থান করবে তা ধরে নিয়ে আমাদেরকে পরিকল্পনা প্রণয়ন করতে হবে।

সর্বশেষ খবর