শনিবার, ২৮ মার্চ, ২০২০ ০০:০০ টা
গবেষণার তথ্য

করোনা আক্রান্ত অর্ধেক মানুষের শরীরে নেই কোনো লক্ষণ!

করোনাকে রুখতে বিভিন্ন দেশে লকডাউন করা হয়েছে। এরপরও করোনা রোধের উপায় বের করতে মরিয়া সব দেশ। সংক্রামক এই রোগের উৎস সম্পর্কে জানতে গিয়ে চাঞ্চল্যকর তথ্যের সন্ধান পেয়েছেন আইসল্যান্ডের গবেষকরা। আইসল্যান্ডের জনসংখ্যা মাত্র ৩ লাখ ৬৪ হাজার। সে জন্য সরকার সেখানে কোনো লকডাউন বা কারফিউ জারি না করে দেশের সব জনগণের করোনা পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেয়। সেই পরীক্ষা থেকেই উঠে এসেছে অবাক করা তথ্য। এখন পর্যন্ত দেশটির স্বাস্থ্য বিভাগ এবং বায়োটেকনোলজি ফার্ম ডিকোড জেনেটিক্স ১০ হাজার ৩০০ জনেরও বেশি মানুষকে পরীক্ষা করেছে। এমনকি সেই সব মানুষেরও নমুনা পরীক্ষা করা হয়েছে যারা কখনো কোনো করোনায় আক্রান্তের সংস্পর্শেরও আসেননি। এর পরও ২১৮ জনের শরীরে করোনা পজেটিভ ধরা পড়েেেছ। পরীক্ষায় যে ২১৮ জন করোনা পজেটিভ পাওয়া গেছে তাদের অর্ধেকের মধ্যেই করোনার কোনো লক্ষণ ছিল না।

অর্থাৎ তারা সিংহভাগই ছিলেন অ্যাসিম্পটোম্যাটিক। এই তথ্য এটাই প্রমাণ করেছে যে, ভাইরাসজনিত লক্ষণ নেই এমন মানুষের মধ্যেও উল্লেখযোগ্য হারে ছড়িয়ে পড়ছে কভিড-২৯ সংক্রমণ।

সর্বশেষ খবর