শনিবার, ২৮ মার্চ, ২০২০ ০০:০০ টা

ইতালির দক্ষিণাঞ্চলেও দ্রুত করোনা সংক্রমণের শঙ্কা

করোনাভাইরাসে ইতালিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ও মৃত্যু কমে এসেছে। আশঙ্কা করা হচ্ছে  দক্ষিণাঞ্চল ভাইরাসটির নতুন কেন্দ্রস্থলে পরিণত হতে পারে। গতকাল বিবিসি এ খবর জানিয়েছে। ইতালিতে করোনাভাইরাসের কেন্দ্রস্থল লোমবার্ডি, এলাকাটি দেশটির উত্তরাঞ্চল। সাম্প্রতিক পরিসংখ্যান ইঙ্গিত দিচ্ছে, লোমবার্ডিতে ভাইরাসের প্রাদুর্ভাব মন্থর হতে শুরু করেছে। তবে অপেক্ষাকৃত দরিদ্র এলাকা বলে পরিচিত দেশটির দক্ষিণাঞ্চলে মৃত্যুর সংখ্যা বাড়ছে। এতে আশঙ্কা করা হচ্ছে, এলাকাটির চিকিৎসা ব্যবস্থা হয়তো প্রাদুর্ভাব মোকাবিলা করতে সংকটে পড়তে পারে।

সর্বশেষ খবর